মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

সংগৃহীত ছবি

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

অনলাইন ডেস্ক

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি বুধবার (১ মার্চ) যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এ দিন থেকে এই স্টেশনটিতে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারবেন। এর মাধ্যমে মেট্রোরেলের পঞ্চম স্টেশনের যাত্রা শুরু হলো।  

আগারগাঁও পর্যন্ত এখন বাকি চারটি স্টেশন- ‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’।

চলতি মাসের মধ্যে এ স্টেশনগুলোও চালু হবে বলে আশা করা হচ্ছে।

অন্য স্টেশনের মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

স্টেশন খুলে দেওয়ার পর ম্যানুয়ালি এবং মেশিনে উভয়ভাবে টিকিট কেটে যাত্রীরা গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন। মেশিনে টিকিট কাটার সময় সামান্য ত্রুটি হলেও পরে তা ঠিক হয়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, এই ত্রুটি সাময়িক। সম্পূর্ণ প্রস্তুত করেই যাত্রী চলাচলের জন্য স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  

তিনি জানান, বিভিন্ন গন্তব্যের জন্য বিদ্যুতের দাম বাড়লেও মেট্রোলের ভাড়ায় কোনো প্রভাব পড়বে না। এটি পঞ্চম স্টেশন, বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে।  

অনেক ভোগান্তির পরে মেট্রোরেলে যাতায়াত করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মেট্রোরেলের যাত্রীরা।

এর আগে গত মাসের ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে।

এ ছাড়া আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো অর্থাৎ পুরো ৯টি স্টেশনই চালু করা হবে। ওই দিন এম এ এন ছিদ্দিক বলেন, মার্চ মাসের মধ্যে সবকটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

গত ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়।

মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষদিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক