ছক্কা হাঁকিয়েই সাজঘরে ফিরলেন লিটন

সংগৃহীত ছবি

ছক্কা হাঁকিয়েই সাজঘরে ফিরলেন লিটন

অনলাইন ডেস্ক

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। তবে ছক্কা হাঁকিয়েই সাজঘরে ফিরলেন লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, লিটনের বিদায়ে ৭ অভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আছেন তামিম ইকবাল।

 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওভারেই জীবন পান তামিম ইকবাল। তার তুলে দেওয়া ফিরতি ক্যাচ ছাড়েন ক্রিস ওকস। এরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে উইকেটে সেট হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

১০ম বলে রানের খাতা খোলা লিটন পঞ্চম ওভারে সেই ওকসকে হাঁকান দারুণ এক ছক্কা।

পুল শটে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল সীমানা ছাড়া করেন এই ওপেনার। কিন্তু ওকসের পরের লেংথ ডেলিভারির লাইন মিস করে লেফ বিফোর হন লিটন। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দিয়ে দেন তাকে। রিভিউ নিয়েও বাঁচেননি লিটন। উল্টো তামিমের পরামর্শে নেওয়া রিভিউ নষ্ট হয়। ১৫ বলে ৭ রান করে ফেরেন তিনি।

news24bd.tv/SHS