মুশফিকের পর ফিরে গেলেন সাকিবও

সংগৃহীত ছবি

মুশফিকের পর ফিরে গেলেন সাকিবও

অনলাইন ডেস্ক

অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফিরে গেলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এ দুই অভিজ্ঞ ব্যাটারকে চাপে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৩ অভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১০৭ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিম ইকবালের বিদায়ের পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম। উইকেটের একপ্রান্তে শান্ত হাত খুলে খেললেও, মুশফিক খেলছিলেন দেখেশুনে। তবে ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডে দৌড়ে আসা মার্ক উডের তালুবন্দি হন তিনি। ৩৪ বলে ১৭ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর পাঁচে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান পাল্টা আক্রমণের কৌশল নেন। তবে সেই কৌশলে ব্যর্থ তিনি। উইল জ্যাকসকে চার মেরে দর্শকদের আনন্দ দিলেও, পরের ওভারে মুশফিকের মতো স্লগ সুইপ করতে গিয়ে একই পরিণত বরণ করেন সাকিব। মঈন আলীর বলে ক্লিন বোল্ড হন তিনি। ফেরেন ৮ রান করে।


অথচ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তবে পাওয়ারপ্লেতে দুই উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। পঞ্চম ওভারে লিটন দাস বিদায় নেওয়ার পর অধিনায়ক তামিম ইকবাল ফেরেন পাওয়ারপ্লের শেষ ওভারে। তৃতীয় বলে মার্ক উডের পেসের কাছে পরাস্ত হন দারুণ খেলতে থাকা তামিম। পেস এবং বাউন্সের মিশেলে উডের ছোড়া ডেলিভারি তামিমের পেছনের কনুইয়ে লেগে ভেঙে দেয় স্টাম্প। হকচকিত তামিম ফেরেন ৩২ বলে ২৩ রান করে।

এর আগে, অষ্টম ওভারে ফিরতে পারতেন নাজমুল হোসেন শান্তও। ওই ওভারের শেষ বলে তার ক্যাচ ছাড়েন জেসন রয়। জফরা আর্চারের বলে পয়েন্টে শান্ত দেওয়া কঠিন ক্যাচ হাতে রাখতে পারেননি রয়। ক্যাচ ধরতে না পারলেও নিশ্চিত চার বাঁচান তিনি।  
 
জীবন পেয়েছিলেন তামিম নিজেও। ব্যক্তিগত ২ রানে জীবন পান তিনি। প্রথম ওভারেই তার তুলে দেওয়া ফিরতি ক্যাচ ছাড়েন ক্রিস ওকস। এরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে উইকেটে সেট হয়ে হয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক। যদিও ইনিংসটি বড় করতে পারলেন না তিনি।  

১০ম বলে রানের খাতা খোলা লিটন পঞ্চম ওভারে সেই ওকসকে হাঁকান দারুণ এক ছক্কা। পুল শটে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল সীমানা ছাড়া করেন এই ওপেনার। কিন্তু ওকসের পরের লেংথ ডেলিভারির লাইন মিস করে লেফ বিফোর হন লিটন। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দিয়ে দেন তাকে। রিভিউ নিয়েও বাঁচেননি লিটন। উল্টো তামিমের পরামর্শে নেওয়া রিভিউ নষ্ট হয়।

news24bd.tv/SHS