গুরুত্বপূর্ণ সময়ে শান্ত-মাহমুদউল্লাহর বিদায়, চাপে বাংলাদেশ

সংগৃহীত ছবি

গুরুত্বপূর্ণ সময়ে শান্ত-মাহমুদউল্লাহর বিদায়, চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্যারিয়ারটা সাড়ে চার বছরের। মাঝে দলের বাইরে ছিলেন দীর্ঘদিন। সেই বিরতির পর গেল বছর আবারও একদিনের ক্রিকেটে ডাক পান নাজমুল হোসেন শান্ত। তবে কিছুতেই নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না এই বাঁহাতি ব্যাটার।

যা নিয়ে চারদিকে হচ্ছিল সমালোচনা। অবশেষে সমালোচকদের জবাব দেওয়ার মতো কোনো ইনিংস এলো এই টপ অর্ডারের ব্যাটারের উইলো থেকে।

আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটির দেখা পেয়েছেন শান্ত। একদিনের ক্রিকেটে এটি তার প্রথম অর্ধশতক।

১৬তম ম্যাচে তিনে নেমে ৬৭ বলে ফিফটির মাইলফলক স্পর্শ করেন শান্ত। তবে এরপর ইনিংস বড় করতে পারেননি তিনি। শান্ত ফিরেছেন ৫৮ রান করে, জেসন রয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে। ফিরেছেন উইকেটে সেট হয়ে পড়া মাহমুদউল্লাহ রিয়াদও। তাদের বিদায়ে আবারও চাপে স্বাগতিকরা।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শান্ত ও মাহমুদউল্লাহর বিদায়ে ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬২ রান।

ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেওয়ার পর শান্ত শট খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। ৩৬তম ওভারের শেষ বলে আদিল রশিদের করা লেগ স্টাম্পের বাইরে বল সজোরে মারতে গিয়ে শর্ট-মিড উইকেটে দাঁড়ানো রয়ের তালুবন্দি হন তিনি। ৮২ বলে ৫৮ রান আসে শান্তর ব্যাট থেকে। পরের ওভারের শেষ বলে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদও। মার্ক উডের বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ।

news24bd.tv/SHS