দুর্নীতির ব্যয় পোষাতে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: ফখরুল

ফাইল ছবি

দুর্নীতির ব্যয় পোষাতে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় পোষাতে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বরিশাল বিভাগের বিএনপির সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকারের দুর্নীতির কারণে যে পরিমাণ খরচ বাড়ছে, তা পোষাতে জনগণের পকেট থেকে টাকা নেয়ার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের জীবনযাত্রার দিকে খেয়াল না করে উল্টো সবকিছুর দাম বাড়ানো হচ্ছে।

ফখরুল আরও বলেন, চাল-ডাল সব কিছুর দাম বেড়েছে, টিসিবির লাইন এক মাইল, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে উৎসবে মেতেছেন। সম্পূর্ণ রসিকতা সাধারণ মানুষের সঙ্গে, যারা খাদ্য পাচ্ছে না, তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে, রসিকতা করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্রলীগের হাতে ছাত্রী নির্যাতন হচ্ছে। দুর্নীতি থেমে নেই।

টাকা পাচার হচ্ছে, লুটপাট করে বিদেশে টাকার পাহাড় গড়ছে, অন্যদিকে মানুষ অর্থাভাবে ভুগছে। জনগণ এসব ক্ষমা করবে না। এমন অবস্থা তৈরি হয়েছিল ‘৭৪-এ, দুর্নীতির কারণে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল।

news24bd.tv/FA