অ্যাপলকে বড় অংকের জরিমানা করলো রাশিয়া

সংগৃহীত ছবি

অ্যাপলকে বড় অংকের জরিমানা করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

অ্যান্টিট্রাস্ট মোবাইল অ্যাপ্লিকেশন বাজারে নিজের আধিপত্য অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ৯০৬ মিলিয়ন রুবল (১২.১২ মিলিয়ন ডলার) জরিমানা করেছে রাশিয়ার ফেডারেল অ্যান্টিমোনোপোলি সার্ভিস (এফএএস)।

অ্যাপলকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কিছু বলার অনুরোধ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে এর আগে এফএএস-এর একটি রায়ের সঙ্গে সম্মানজনকভাবে দ্বিমত পোষণ করে প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো সরাবরাহ করে এবং নিজস্ব পণ্যগুলোকে তারা প্রতিযোগিতামূলক অবস্থানে রাখে।

এফএএস ২০২০ সালের আগস্টে জানায়, অ্যাপল তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।

তারপরে অ্যাপলকে অ্যাপ স্টোর থেকে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন রিমুভ না করার জন্য একটি নির্দেশনা জারি করা হয়।

এফএএস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপল ৯০৬ মিলিয়ন রুবল অ্যান্টিট্রাস্ট জরিমানা পরিশোধ করেছে। অ্যাপল বিভিন্ন পর্যায়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আদেশটি মানতে বাধ্য হয়।

অন্য একটি মামলায় এফএএস চলতি বছরের জানুয়ারিতে জানায়, আইওএস অ্যাপ স্টোরের সঙ্গে অ্যাপলের পেমেন্ট পরিষেবাগুলো ব্যবহার করতে রাশিয়ান ডেভেলপারদের বাধ্য করে। এই অভিযোগে তারা অ্যাপলকে প্রায় ১৭.৪ মিলিয়ন ডলার জরিমানা করেছে।

news24bd.tv/আলী