পছন্দের হলে থাকার ব্যবস্থা হলো ফুলপরীর
পছন্দের হলে থাকার ব্যবস্থা হলো ফুলপরীর

সংগৃহীত ছবি

পছন্দের হলে থাকার ব্যবস্থা হলো ফুলপরীর

কুষ্টিয়া প্রতিনিধি

উচ্চ আদালতের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নিরাপত্তা প্রদানসহ তার পছন্দের হলে থাকার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। আগামী শনিবার তাকে বিশ্ববিদ্যালয়ে এসে পছন্দের হলে উঠতে বলা হয়েছে।

এদিন সকালে শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতন ও ভিডিও ধারণকারী পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সেইসাথে শিক্ষার্থী ফুলপরী খাতুনকে তিন দিনের মধ্যে তার পছন্দমতো হলে আবাসিকতা দেওয়ার নির্দেশও দেয়া হয়।

অন্যদিকে, ফুলপরীকে নির্যাতন করা অভিযুক্ত পাঁচ ছাত্রীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত ওই পাঁচ ছাত্রী হলো- ইবি ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া।

অন্তরা ছাড়া সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

news24bd.tv/FA