আলভারেজকে স্পেনের ফুটবলার বানিয়ে দিলো ফিফা!

সংগৃহীত ছবি

আলভারেজকে স্পেনের ফুটবলার বানিয়ে দিলো ফিফা!

অনলাইন ডেস্ক

প্যারিসে বর্ষসেরা ফুটবলার ঘোষণার মঞ্চে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৮ ক্যাটাগরির পদকের মধ্যে ৪টিই নিজেদের করে নেয় তারা। পুরষ্কার না পেলেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ফুটবলার জুলিয়ান আলভারেজও ছিলেন তালিকায়। সেই আলভারেজকে নিয়েই বড় এক ভুল করে বসে ফিফা।

আর্জেন্টাইন এই খেলোয়াড়কে অন্য দেশের ফুটবলার বানিয়ে দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।  

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ে মেসি ছাড়াও বড় ভূমিকা রাখেন ডি মারিয়া, এনজো ফার্নান্দেজ, আলভারেজ, ডি পলের মতো ফুটবলাররা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফিফার বেস্ট ফুটবলারের তালিকায় স্থান পান আলভারেজ। নেইমার, সালাহ, কেভিন ডি ব্রুইন ও রবার্ট লেভানডফস্কিদের পেছনে ফেলে ৭ম স্থান দখল করে নেন তিনি।

 

নিয়ম অনুযায়ী, ফিফা নিজেদের ওয়েবসাইটে অনুষ্ঠানের পরপরই ভোট পাওয়া শীর্ষ খেলোয়াড়দের তালিকা বিস্তারিতভাবে প্রকাশ করে। সেখানেই ধরা পড়ে আলভারেজকে নিয়ে ফিফার বড় ভুল। সেই তালিকায় আলভারেজের নামের পাশে দেশের জায়গায় আর্জেন্টিনার বদলে স্পেন লিখেছে ফিফা।

ফিফার এমন বড় ভুল নিয়ে ইতোমধ্যে সংবাদও করেছে আর্জেন্টিনার গণমাধ্যমগুলো। দেশটির ফুটবলপ্রেমীরাও এমন ভুলে ক্ষুব্ধ ফিফার ওপর। তবে এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফিফা।  

news24bd.tv/আলী