প্রাথমিকের স্থগিত বৃত্তির‌ ফল কখন, জানা গেল

প্রাথমিকের স্থগিত বৃত্তির‌ ফল কখন, জানা গেল

অনলাইন ডেস্ক

কারিগরি ক্রুটির কারণে স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তির ফল আজ বুধবার (১ মার্চ) রাতের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সন্ধ্যায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের মাত্র ৪ ঘণ্টা পর কারিগরি ত্রুটি দেখিয়ে প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়।

জানা যায়, আজ ফল প্রকাশের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পরামর্শ নেয় টেকনিক্যাল কমিটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ ফলাফল প্রকাশ করা সম্ভব নাও হতে পারে।  

তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল স্লটে বসানোর কাজ শেষ হয়েছে। রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশ না করে সংশ্লিষ্টদের অধিদফতর থেকে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায় বলেন, সংশোধিত ফলাফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না। তবে আশা করছি রাত ৯টার মধ্যে ফল প্রকাশ করতে পারব।

news24bd.tv/তৌহিদ