আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা করার ঘটনায় মামলা

প্রতীকী ছবি

আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা করার ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা করার ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। ঘটনার একদিন পরে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা কিবরিয়া মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।  

মামলায় আসামি করা হয়েছে ঘারুয়া ইউনিয়ন পরিষদের গত নির্বাচনের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমান নিরু খলিফা (৪৫) ও তার ভাই সিরু খলিফাসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কিবরিয়া মাতুব্বরকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।  

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ ফেব্রুয়ারী)  রাত সাতটার দিকে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের নিকটে।  

কিবরিয়া মাতুব্বর জানান, মিটিং শেষে ফেরার পথে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের নিকট পৌঁছালে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘারুয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমান নিরু খলিফার নেতৃত্বে আমার উপর হামলার ঘটনা ঘটে।

এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী উদ্ধার করে আমাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।