কুড়িগ্রামে শুরু ৫ দিনব্যাপী পণ্ডিত বইমেলা

কুড়িগ্রামে শুরু ৫ দিনব্যাপী পণ্ডিত বইমেলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ৫ দিনব্যাপী পণ্ডিত বই মেলা শুরু হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে জেলার চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়।

মেলার করেন খ্যাতিমান সমাজকর্মী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সফি খান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, পণ্ডিত বই মেলার আহবায়ক নাহিদ নলেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মানুষের সুকুমার চিন্তাগুলোর বিকাশে বই পড়ার বিকল্প কিছু নেই। বই মানুষকে যেমন সমৃদ্ধ করে তেমনি সমাজকেও ইতিবাচক কিছু দিতে পারে। ব্যক্তি স্বার্থের জায়গা সেটাই যা জনস্বার্থের উন্নয়ন ঘটাতে পারে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ বদলে দিতে পারে সমাজের সকল অনিয়মের বেড়াজাল।

আয়োজক কমিটি জানায়, এ নিয়ে ৫ম বছরে পড়ল পণ্ডিত বই মেলা। পণ্ডিত বই মেলাকে ঘিরে প্রতিদিন সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক পাঠক মুখোমুখি প্রশ্নোত্তর, স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতাসহ পুরস্কার প্রাপ্ত বাংলা সিনেমা সাতাঁও প্রদর্শনী করা হবে। মূলত তরুণদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, নামী লেখকসহ নতুন লেখকদের বই পরিচিতি এবং বইয়ের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা বৃদ্ধিতে পণ্ডিত বই মেলা আয়োজন করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক