ডলারের বিপরীতে আবারও কমলো টাকার মান

প্রতীকী ছবি

ডলারের বিপরীতে আবারও কমলো টাকার মান

অনলাইন ডেস্ক

ডলারের বিপরীতে টাকার মান আরও এক টাকা কমালো বাংলাদেশ ব্যাংক। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতি ডলার কিনতে এখন গুনতে হবে ১০২ টাকা। গতকাল বুধবার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ১০২ টাকা দরে তা বিক্রি করা হচ্ছে।  

গত ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ডলার ১০১ টাকায় বিক্রি করা হচ্ছিল।

এবার তা ১ টাকা বাড়ানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, গতকাল কেন্দ্রীয় ব্যাংক নতুন হারে ব্যাংকগুলোর কাছে ৫৬ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এ নিয়ে চলতি অর্থবছরে বিদেশি মুদ্রার সঞ্চায়ন থেকে মোট ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার বিক্রি করা হলো।

তিনি বলেন, আমরা ধীরে ধীরে বিনিময় হার সমন্বয় করছি।

তবে সব ব্যাংক এই দরে ডলার পাচ্ছে না। কেবল রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংকের কাছে তা বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে অন্য ব্যাংকগুলোকে আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে ডলার কিনে আমদানি কার্যক্রম চালাতে হচ্ছে।

এদিন ইন্টারব্যাংকে ডলারের সর্বোচ্চ মূল্য ছিল ১০৭ টাকা। আর সর্বনিম্ন ছিল ১০৪ টাকা ২ পয়সা।

রপ্তানি ও রেমিট্যান্স থেকে সামগ্রিক প্রাপ্তির চেয়ে আমদানি পরিশোধ বেশি হওয়ায় অন্যান্য অনেক দেশের মতোই গত এক বছর ধরে ডলারের বিপরীতে বাংলাদেশের টাকা মান কমছে।

news24bd.tv/রিমু

 
 

এই রকম আরও টপিক