'অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম বেড়েছে'

ফাইল ছবি

'অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম বেড়েছে'

শাহনাজ ইয়াসমিন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতসহ পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুৎ এর দাম ইউনিট প্রতি কম বেড়েছে। তাই বিএনপি যখন বিদ্যুৎ এর দাম বাড়ানোর সাথে দুর্নীতির গন্ধ খোঁজে তখন তারা নিজেদের চেহারাই পরিষ্কার করে মানুষের কাছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে মূল্যস্ফীতি বেড়েছে।

পুরো ইউরোপে মূল্যস্ফীতি এখন ১০ শতাংশ, রাশিয়ায় ১১ শতাংশের উপরে। কিছু দেশে ২০ শতাংশ। আর বাংলাদেশে এখন মূল্যস্ফীতি ৮ শতাংশ। তাই বিশ্বের দিকে না তাকিয়ে বিএনপি বাংলাদেশের মুল্যস্ফীতি নিয়ে কথা বলছে।
এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলা। এসব বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মানুষের ক্রয়ক্ষমতা গত ১৪ বছরে আড়াই থেকে তিনগুণ বেড়েছে। তাই জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের কষ্ট আগের মত হচ্ছেনা।

news24bd.tv/রিমু