বিদ্যুৎচালিত গাড়ি ইভি বিক্রি অর্ধেকে নেমেছে

সংগৃহীত ছবি

বিদ্যুৎচালিত গাড়ি ইভি বিক্রি অর্ধেকে নেমেছে

বিশ্বে বিদ্যুৎচালিত গাড়ি ইভি বিক্রির পরিমাণ কমেছে। জানুয়ারিতে ৬ লাখ ৭২ হাজার ইভি বিক্রি হয়েছে। গত ডিসেম্বরের তুলনায় ইভি বিক্রি অর্ধেক নেমেছে।  
জানুয়ারিতে বৈশ্বিক গাড়ি বিক্রিতে ইভির হিস্যা ২৩ শতাংশ থেকে নেমে এসেছে ১৪ শতাংশে।

দাম কমিয়েও অবস্থার উন্নতি ঘটাতে পারেননি উৎপাদকরা।  

ইভি খাতে প্রণোদনার পরিমাণ কমায় ভোক্তাদের মাঝে এর চাহিদা কমেছে। গত বছরের তুলনায় বার্ষিক প্রবৃদ্ধি মাত্র ৩ শতাংশ।

শুক্রবার (৩ মার্চ) নরওয়েভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রেইস্টাড এনার্জি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইভির বৈশ্বিক বাজার পরিবর্তিত হচ্ছে। ভোক্তাদের মধ্যে ইভির চাহিদা এখনো ব্যাপক। এটি পরিষ্কার যে, করছাড় ও ভর্তুকি ভোক্তার আগ্রহকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

news24bd.tv/আইএএম