রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৫ 
রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৫ 

প্রতীকী ছবি

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৫ 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জাহেদকে ছুরিকাঘাত ও  ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর বিভিন্ন এলাকা থেকে মতিহার ও চন্দ্রিমা থানা পুলিশ তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে আবারও অবস্থান নিয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

news24bd.tv/রিমু