নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে সিএনজি চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হালিম ব্যবসায়ী বেলাল মারা যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
news24bd.tv/রিমু