আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষ স্বস্তিতে শান্তিতে যেন বাস করতে পারে। অশুভ শক্তিকে প্রতিহত করতে, রাজনৈতিক কর্মসূচিকে নয়, যারা আগুন সন্ত্রাস করে সেই অশুভ শক্তির বিরুদ্ধে শান্তি সমাবেশ।
মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা জানান তিনি। সমাবেশ শেষে মিছিলে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাহাউদ্দিন নাছিম হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সন্ত্রাসী, সেই শক্তিকে পরিস্কার করে বলে দেই, বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধুলিসাৎ করলে, যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। কোনো অশুভ শক্তি, সন্ত্রাসী ও সাম্প্রতিকদায়িক শক্তির কাছে মাথা নত করবে না আওয়ামী লীগ।
‘আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপি-জামায়াতকে প্রতিহত করা হবে। নির্বাচনে অংশ নেন, জনগণ চাইলে ক্ষমতায় যাবেন’, বিএনপিকে উদ্দেশ্য করে বলেন বাহাউদ্দিন নাছিম।
news24bd.tv/তৌহিদ