পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর বন্ধুকে পেলেন মহিরুদ্দিন

সংগৃহীত ছবি

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর বন্ধুকে পেলেন মহিরুদ্দিন

অনলাইন ডেস্ক

পরিচয় হয়েছিল প্রায় ৩৭ বছর আগে। এরপর হুট করেই যোগাযোগ বিচ্ছিন্ন। রশিদ নামের সেই বন্ধুকে খুঁজতে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছেন জার্মানপ্রবাসী মহিরুদ্দিন। অবশেষে খোঁজ মিলছে।

দুই বন্ধু আবারও স্মৃতি রোমান্থন করার সুযোগ পেয়েছেন। জার্মানির ডর্টমাউন্ড শহরে পরিচয় হওয়া সেই বন্ধুর সাথে দেখা করার জন্য একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়েছিলেন মহিরুদ্দিন। জানা গেছে, আজ ভিডিও কলে কথা বলেছেন দুই বন্ধু মহিরুদ্দিন এবং হারুনুর রশিদ।  

বিজ্ঞাপনের ছবিটি গতকাল ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক আবু সালেহ রনি।

বন্ধুকে খুঁজে পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন তিনি। গতকাল রনি পোস্ট দেওয়ার পর সেখানে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি হারুনুর রশিদকে চেনেন বলে জানান।

পরবর্তীতে আজ শনিবার সকালে তিনি মোবাইল নম্বর সংগ্রহ করে সাংবাদিক আবু সালেহ রনিকে পাঠালে বিজ্ঞাপনে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে রনি সে নাম্বারটি হস্তান্তর করেন।

জানা যায়, মহিরুদ্দিন বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। তার পক্ষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন গোপালগঞ্জের মালেকা একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক ওমর ফারুক। মহিরুদ্দিনের বন্ধু কানাডা প্রবাসী গোপালগঞ্জের মালেকা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত আলী ওমর ফারুককে বিজ্ঞাপন প্রকাশের অনুরোধ করেছিলেন।  

উল্লেখ্য, ১৯৮৬ বা ৮৭ সালের দিকে যখন হারুনুর রসিদ নামের ওই ব্যক্তির সঙ্গে মহিরুদ্দিনের পরিচয় হয়। তখন তাদের বয়স ২৫ কিংবা ২৬ বছর ছিল। বর্তমানে মহিরুদ্দিনের বয়স প্রায় ৬২ বছর। তিনি এখন পরিবার নিয়ে জার্মানিতে বসবাস করছেন।
news24bd.tv/আলী