ডাব পাড়তে গিয়ে গাছেই অচেতন,  উদ্ধার করলেন দমকল কর্মীরা
ডাব পাড়তে গিয়ে গাছেই অচেতন,  উদ্ধার করলেন দমকল কর্মীরা

সংগৃহীত ছবি

ডাব পাড়তে গিয়ে গাছেই অচেতন,  উদ্ধার করলেন দমকল কর্মীরা

অনলাইন ডেস্ক

ডাব পাড়তে গাছে উঠেছিলেন। তবে গাছের একেবারে মাথায় গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন যুবক। জ্ঞান হারিয়ে গাছে ওঠার দড়িতে ঝুলে থাকেন তিনি।  

শুক্রবার দুপুরে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভারতের হুগলির ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডে।

বেশ কিছুক্ষণ ঐভাবে ঝুলে থাকেন ব্যবসায়ী দিলীপ রায়। তা নজরে পড়ে স্থানীয়দের। তারা খবর দেন এলাকার কাউন্সিলরকে। সেখান থেকে খবর যায় দমকলে।
 

পরে দীর্ঘ ক্ষণের চেষ্টায় ঐ যুবককে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাদের সাহায্য করেছিলেন এলাকারই এক যুবক। আপাতত ঐ ডাব বিক্রেতা দিলীপ রায়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, দিলীপ রায় ডাব বিক্রি করে রোজগার করেন। শুক্রবার দুপুরের দিকে ডাব পড়ার জন্য একটি নারকেল গাছে উঠেছিলেন দিলীপ। কিন্তু অসুস্থ বোধ করেন। অচৈতন্য অবস্থায় গাছে ঝুলে থাকা যুবককে দেখতে পান স্থানীয়রা। শুরু হয় হইচই।

খবর পেয়ে দমকল কর্মীরা চলে আসেন। পরে স্থানীয় দুই যুবকের সাহায্যে তাকে উদ্ধার করেন। পরে ডাব বিক্রেতাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

news24bd.tv/আলী