সারিয়াকান্দিতে ২৫০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সারিয়াকান্দিতে ২৫০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের নারচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই অঞ্চলের ২৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সাহাদারা মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এ.কে এম সুরুত জামান, বীর মুক্তিযোদ্ধা এন্তেজার রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সম্পাদক এস এম মোজাহেদুল ইসলাম বিপ্লব।  

সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

news24bd.tv/আইএএম