যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যশোর প্রতিনিধি

'পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' এই প্রতিপাদ্যে যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে যশোর কালেক্টরেট হতে র‍্যালি শুরু হয়।

র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক  তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সারোয়ার।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরোজ কবির, পাট চাষী সমিতির সভাপতি শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সুজাউল হকসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পাট একটি অর্থকারী ফসল, পাটের অবদান অনেক। এটা পরিবেশ সম্মত তাই এর ব্যবহার বৃদ্ধি করতে হবে। পলিথিনের বদলে আমাদের দেশে পাটের ব্যবহার বাড়াতে হবে।

news24bd.tv/রিমু