পাকিস্তানে ফের বোমা হামলা, অন্তত ৯ পুলিশ নিহত

সংগৃহীত ছবি

পাকিস্তানে ফের বোমা হামলা, অন্তত ৯ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বোমা হামলায় পুলিশের বিশেষ বাহিনী বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) অন্তত ৯ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। সোমবার বেলুচিস্তানের বোলান শহরে বিসির গাড়ি লক্ষ্য করে 'আত্মঘাতী' বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্মকর্তা মাহমুদ নোতেজাই। খবর ডনের।  

নোতেজাই বলেন, সিবি এলাকা থেকে কুয়েত্তা আসছিলো বিসির একটি টহল ভ্যান।

কামব্রি ব্রিজের কাছে পৌঁছালে গাড়ির পাশে বিস্ফোরণ হয়।  

তিনি আরও বলেন, প্রথমিক তথ্য প্রমাণ দেখে একে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) প্রাদেশিক পুলিশের একটি বিশেষ বাহিনী। এই বাহিনী গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, জেলসহ বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে নিরাপত্তা দিয়ে থাকে। এখন অব্দি হামলার দায় স্বীকার করেনি কেউ।

গেল নভেম্বরে সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই হামলার মাত্রা বাড়িয়েছে সংগঠনটি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পৃথক দুই বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হন।

news24bd/ARH