পঞ্চগড়ে সালানা জলসায় সংঘর্ষের ঘটনায় ৬ মামলা, গ্রেপ্তার ৮১

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে সালানা জলসায় সংঘর্ষের ঘটনায় ৬ মামলা, গ্রেপ্তার ৮১

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। তিনি জানান, গুজব ছড়ানো, হামলা, ভাঙচুর, লুটপাট, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে পঞ্চগড় সদর থানায় পুলিশের পক্ষ থেকে চারটি, র‍্যাবের পক্ষ থেকে একটি এবং আহমদিয়া সম্প্রদায়ের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় ৩১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৮ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক