তিন ফিফটিতে বাংলাদেশের পুঁজি ২৪৬

সংগৃহীত ছবি

তিন ফিফটিতে বাংলাদেশের পুঁজি ২৪৬

অনলাইন ডেস্ক

নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৬ রান তুলেছে টাইগাররা।

চট্টগ্রামে আজ সিরিজের শেষ ওয়ানডেতেও টসে জেতেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন তিনি।

তবে আগে ব্যাটিংয়ে নেমে ১৭ রানেই সাজঘরে ফেরেন দুই বাংলাদেশি ওপেনার। লিটন দাস টানা দ্বিতীয় ম্যাচে শূন্য হাতে ফেরেন সাজঘরে। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১১ রান।

তিন ওভারে ২ উইকেট হারানো বাংলাদেশকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

দুজনে তৃতীয় উইকেট জুটিতে দলের স্কোরবোর্ডে যোগ করেন ৯৮ রান। শান্ত ওয়ানডেতে নিজের দ্বিতীয় ফিফটি তুলে বিদায় নিলে ভাঙে এ জুটি। ৭১ বলে ৫৩ রান করে রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।

রান খরায় ভুগতে থাকা মুশফিকও এদিন পাণ ফিফটির দেখা। গত বছরের আগস্টের পর ওয়ানডেতে এটাই মুশফিকের প্রথম ফিফটি। একদিনের ক্রিকেটে ৪৩তম ফিফটি হাঁকিয়ে মুশফিক ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে ৯৩ বলে ৭০ রান করে থামেন তিনি।

মুশফিক থামলেও নিচের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান সাকিব আল হাসান। আগের ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলা সাকিব আজ ব্যাট হাতে ছিলেন আরও দুর্বার। দ্রুত গতিতে রান তুলে শেষদিকে রানের চাকা সচল রাখেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রায় ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে যান তিনি। দলীয় সর্বোচ্চ ৭৫ রান আসে সাকিবের ব্যাট থেকে।  

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন জফরা আর্চার।  দুটি করে উইকেট পেয়েছেন স্যাম কারান ও আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও রেহান আহমেদ।

news24bd.tv/SHS