রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

রোহিঙ্গাবাহী নৌকা [ফাইল ফটো]

রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (১৫ সেপ্টেম্বর,শনিবার) ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় ৭জন রোহিঙ্গা পুরুষ ছিলেন।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ৭জন আরোহী নিয়ে বাংলাদেশে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে।

নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর