প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট সাকিবের

সংগৃহীত ছবি

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট সাকিবের

অনলাইন ডেস্ক

অনন্য ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। আজ সোমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন দেশ সেরা এই ক্রিকেট তারকা। ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত রেহান আহমেদকে ফিরিয়ে এ কীর্তি গড়েন সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে একদিনের ক্রিকেটে ৩০০ উইকেট পেতে সাকিবের দরকার ছিল ৬ উইকেট।

প্রথম দুই ওয়ানডেতে দুই উইকেট নেওয়া সাকিব আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পকেটে পুরেছেন ৪ উইকেট। ফলে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

বাংলাদেশকে আজ প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। ফেরান ফিলিপ সল্টকে।

এরপর ইংল্যান্ডের আরেক ওপেনার জেসন রয়কেও সাজঘরের পথ দেখিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের পরের দুই শিকার জেমস ভিন্স এবং রেহান আহমেদ। আজ ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রানে ৪ উইকেট নেন তিনি।  

এ ওয়ানডেতে ২২৭ ম্যাচে ৩০০ উইকেট শিকার করেছেন সাকিব। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি  বিন মর্তুজা। ২১৮ ম্যাচে মাশরাফির উইকেটসংখ্যা। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট উইকেট শিকার করে তিনে আছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক।

এদিকে, ১৪তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

news24bd.tv/SHS