অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা সাকিব, সিরিজ সেরা আদিল

সংগৃহীত ছবি

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা সাকিব, সিরিজ সেরা আদিল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছিল টাইগাররা। ফলে ডেড রাবারে ধবলধোলাই এড়াতে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। সেই কাজটাই তামিম ইকবালের দল করলো সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে।

 

ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে এ ম্যাচ জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুতে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে সাকিব নেন ৪ উইকেট। ফলে ম্যাচ সেরা এবং টাইগার অব দ্য ডে’র পুরস্কার যায় সাকিবের ঝুলিতে।

পুরো সিরিজে ব্যাটে-বলে দারুণ করলেও সিরিজ সেরার পুরস্কার আবার পেয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

দল সিরিজ জেতাতেই সিরিজ সেরা হয়েছেন তিনি। তিন ওয়ানডে খেলে ২৪ ওভার বল করে সর্বোচ্চ ৮ উইকেট নেন আদিল। ব্যাট হাতে তিন ম্যাচে ৩১ রান করেন তিনি।

এদিকে, তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে সাকিব ব্যাট হাতে করেন ১৪১ রান। তার নামের পাশে রয়েছে দুটি ফিফটি। এছাড়া বল হাতে তিন ওয়ানডেতে তার শিকার ৬ উইকেট। প্রথম দুই ওয়ানডেতে একটি করে উইকেট পেলেও, আজ চট্টগ্রামে ৩৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি।

news24bd.tv/SHS