বাংলায় চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনি’

সংগৃহীত ছবি

বাংলায় চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনি’

দেশের মানুষের ইন্টারনেট ব্যবহার সহজ করতে বাংলায় চালু করা হয়েছে জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনি’। নতুন এই ব্রাউজার উদ্বোধন করতে এসে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই ব্রাউজার স্মার্ট বাংলাদেশের অগ্রসর হওয়ার অন্যতম ধাপ।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর শের-ই-বাংলানগরে আইসিটি মিলনায়তনে মোবাইল ব্রাউজারটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, যেই তর্জনির মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, সেই তর্জনির নামেই অনলাইন মাধ্যমে নতুন বাংলাদেশের পদার্পণ হয়েছে।

 

পলক বলেন, স্মার্ট বাংলাদেশকে আরও নিরাপদ ও সুরক্ষিত করবে তর্জনি। গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজারের মতো তর্জনি ব্রাউজারেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে তর্জনি সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা’সহ নানা ফিচার।  

এই ব্রাউজার দেশের ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারে ভাষাগত জটিলতা নিরসন ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

news24bd.tv/আইএএম