করহার বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ের চাপ রয়েছে: এনবিআর চেয়ারম্যান

সংগৃহীত ছবি

করহার বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ের চাপ রয়েছে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

জিডিপির অনুপাতে করের হার বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ের চাপ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তাই রাজস্ব আয় বাড়াতে পোশাক খাতের উদ্যোক্তাদের কাছে সহায়তা চেয়েছেন তিনি।  

মঙ্গলবার (৭ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত প্রাকবাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় আসছে বাজেটে পোশাক খাতের উদ্যোক্তাদের শুল্ক সুবিধার দাবি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়রম্যান।

 

এ সময় তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার দাবি জানায় বিজিএমইএ। এছাড়াও রপ্তানি আয়ের ওপর পাওয়া নগদ সহায়তার ওপর থাকা ১০ শতাংশ আয়কর কমিয়ে শূন্য করার দাবিও জানায় সংগঠনটি।  

বাজেট প্রস্তাবনায় ম্যানমেইড ফাইবার ও রিসাইকেল ফাইবারসহ সব ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে বস্ত্র শিল্পের সংগঠন বিটিএমইএ।  

আর বিকেএমইএর দাবি, পোশাক খাতের জন্য অগ্রিম আয়কর ৫ বছরের জন্য বেঁধে দেওয়া হোক।

এছাড়া শিল্পের বাধা দূর করতে আয়কর, ভ্যাট ও কাস্টমসের আইনি জটিলতা দূর করার দাবি জানান পোশাক শিল্পের উদ্যোক্তারা।  

পরে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘উন্নয়নশীল দেশের  চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির খুব বেশি সময় নেই। তখন সরকার চাইলেও ব্যবসায়ীদের খুব বেশি সুবিধা দিতে পারবে না।

news24bd.tv/আইএএম