'চান্দু স্টেডিয়ামে জুয়া, মেলা ও গরুর হাট বসানোর পাঁয়তারা চলছে'

সংগৃহীত ছবি

'চান্দু স্টেডিয়ামে জুয়া, মেলা ও গরুর হাট বসানোর পাঁয়তারা চলছে'

অনলাইন ডেস্ক

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটি অকার্যকর করে জুয়া, মেলা ও গরুর-ছাগলের হাট বসানোর পাঁয়তারা চলছে। এক শ্রেণির লোক সিন্ডিকেট হয়ে কাজ করছেন। তারা চায় না বগুড়া স্টেডিয়াম থাক।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় বগুড়া শহরের খান্দার এলাকায় শহীদ চান্দু স্টেডিয়ামের ফটকে মানববন্ধন করেছেন হিরো আলম।

মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিল এবং মালামাল সরানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সমালোচনা করেছেন। মালামাল ফেরত চেয়ে মাঠটিতে আগের মতো খেলা চালুর দাবি জানান তিনি।

জেলা ক্রীড়া সংস্থা একটা শ্রেণির হয়ে কাজ করছে বলেও জানান আলম।

তিনি বলেন, 'একটা শ্রেণি চাচ্ছে না, মাঠটিতে খেলাধুলা হোক। খেলাধুলা যদি হয়, তাহলে তো মাঠটা চাঙা থাকবে। তারা এমন গোপনীয়তার সঙ্গে কাজ করছে, চিঠি দিচ্ছে যাতে এখানে খেলা না হয়। তখন দেখা যাবে বছরের পর বছর মাঠটা পড়ে থাকবে। তখন মাঠ গরু-ছাগলের হাট করার জন্য দিবে, জুয়া খেলার জন্য, মেলা করার জন্য দেবে। তখন একটা শ্রেণির জন্য রোড ক্লিয়ার হয়ে যাবে। '

তবে শ্রেণিটিতে কারা আছেন তা উল্লেখ করেননি হিরো আলম। তিনি বলেন, 'স্টেডিয়ামের মালপত্র কেন খুলে নেওয়া হবে। স্টেডিয়ামে কী কেউ ভাত-কাপড় চায়? কেন এখানের মালপত্র খুলে নেওয়া লাগবে? এসব খুলে নেওয়ার তো কোনো আইন নাই। ওই শ্রেণিটি বাধ্য করেছে এসব মালামাল খুলে নিয়ে যেতে। ’

বিসিবির উদ্দেশ করে হিরো আলম বলেন, 'আমাদের যেসব মালপত্র খুলে নেওয়া হয়েছে সে সব মালপত্র আমাদের বুঝিয়ে দেওয়া হোক। এখানে প্রতিবছর বিভিন্ন জেলায় যেমন খেলা হয় আমরাও এই স্টেডিয়ামে সে রকম খেলা দেখতে চাই। ১৫ বছর ধরে বগুড়া স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক খেলা নাই, আমরা আন্তর্জাতিক খেলা দেখতে চাই। '

news24bd.tv/রিমু