রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম খানকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। সোমবার রাতে হাতিরঝিলের মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া জসিমের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত জসিমকে ১ বছর কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন।
মামলার পর জামিনে মুক্ত হয়ে জসিম রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করছিলেন। গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
news24bd.tv/SHS