রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে মঙ্গলবার (৭ মার্চ) ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে রোববার (৫ মার্চ) সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবন বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়।
আরও পড়ুন...নিহতদের জন্য ৫০, আর আহতদের প্রত্যেকে পাবেন ২৫ হাজার টাকা
এসব ঘটনা নাশকতা কিনা জানতে চাইলে গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, ‘দেশের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনা দুর্ঘটনা কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের র্যাব গোয়েন্দো দল কাজ করছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে।
আরও পড়ুন... গুলিস্তানে বিস্ফোরণ: ১১ মরদেহ বুঝে পেলেন স্বজনরা
ভেতরে কেউ আটকে পড়েছে কি না জানতে চাইলে র্যাব ডিজি বলেন, আমরা এখনো নিশ্চিত না ভেতরে কেউ আটকে পড়েছে কিনা। কারণ ভবনটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না। যেহেতু আন্ডারগ্রাউন্ডের কয়েকটা চেম্বার তল্লাশি বাকি রয়েছে।
আরও পড়ুন...গুলিস্তানে বিস্ফোরণ: দীর্ঘ হচ্ছে লাশের সারি
তিনি আরও বলেন, আজ শব-ই শরাতের রাত। আমরা এখানে উদ্ধার তৎপরতায় রয়েছি। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা মসজিদে নিরাপত্তার বিষয় রয়েছে। সবদিকে আমরা খেয়াল রাখছি। এটা অন্য কারণে বিস্ফোরণ নাকি নাশকতা তা অনুসন্ধানে গোয়েন্দারা কাজ করছে। সাম্প্রতিক ঘটনার দিকে লক্ষ্য কররে সন্দেহ হতেই পারে। তথ্য পেলে আমরা জানাবো।
আরও পড়ুন... ভবনের বেজমেন্টে বিস্ফোরণ, বিস্ফোরকের আলামত মেলেনি: সেনাবাহিনী
news24bd.tv/আইএএম