নারী-পুরুষ সমতা আনতে ৩০০ বছর লাগবে: জাতিসংঘ

সংগৃহীত ছবি

নারী-পুরুষ সমতা আনতে ৩০০ বছর লাগবে: জাতিসংঘ

বিশ্বজুড়ে নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নারীর অধিকার নিয়ে বিশ্বব্যাপী কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। নারী-পুরুষের সমতা অর্জনে এখনও বহু পথ বাকি। বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে এই সমতা অর্জনে ৩শ’ বছরও লাগতে পারে। ’

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে সোমবার (৬ মার্চ) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাতৃমৃত্যু, বাল্যবিবাহ, মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়াসহ নারীদের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।   

আফগানিস্তানের ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করে গুতেরেস বলেন, ‘আফগানিস্তানে নারী ও মেয়েদের জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে। কিছু দেশে স্কুলে যাওয়া মেয়েরা অপহরণ ও হামলার ঝুঁকিতে রয়েছে। ’ 

সংকট ও সংঘাতে নারী–শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন গুতেরেস।

এ ক্ষেত্রে ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ দেন জাতিসংঘের প্রধান। তিনি বলেন, ‘শত শত বছর ধরে বিদ্যমান পিতৃতন্ত্র, বৈষম্য ও নারীদের নিয়ে একধরনের নেতিবাচক মানসিকতা বিজ্ঞান ও প্রযুক্তির মতো খাতগুলোয় নারী ও পুরুষের মধ্যে বড় একটা বৈষম্য তৈরি করে রেখেছে। নারী ও মেয়ে শিশুর অধিকার নিয়ে বর্তমান যে বৈশ্বিক কাঠামো আছে, তা অচল। এর পরিবর্তন প্রয়োজন। ’

গত বছর জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন ওম্যান জানায়, বর্তমান অগ্রগতির যে হার, তা অব্যাহত থাকলে বিশ্বের সব দেশ থেকে নারীর ওপর বৈষম্যবিষয়ক যাবতীয় আইনের বিলোপ ঘটতে সময় নেবে অন্তত ২৮৬ বছর। ১৪০ বছর লাগবে কর্মক্ষেত্রে পুরুষের সমমর্যাদা, বেতন, ক্ষমতা ও নেতৃত্বে আসতে। এছাড়া রাজনীতি ও পার্লামেন্টে পুরুষ জনপ্রতিনিধিদের সমকক্ষ হতে নারীদের সময় লাগবে কমপক্ষে আরও ৪০ বছর।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সুশীল সমাজকে এ বিষয়ে ‘সম্মিলিত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

news24bd.tv/আইএএম