ক্যাচ ছাড়লেন সাকিব, ১০ ওভারে বাংলাদেশের প্রাপ্তি সল্টের উইকেট

সংগৃহীত ছবি

ক্যাচ ছাড়লেন সাকিব, ১০ ওভারে বাংলাদেশের প্রাপ্তি সল্টের উইকেট

অনলাইন ডেস্ক

পাওয়ারপ্লেতেই ইংল্যান্ডের দুই উইকেট তুলে নিতে পারতো বাংলাদেশ। তবে ফিল্ডারদের ব্যর্থতায় পাওয়ারপ্লে নির্বিঘ্নেই কাটালো ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে বাংলাদেশের প্রাপ্তি মোটে ফিলিপ সল্টের উইকেট। সেই সাফল্যও আসে ১০ম ওভারের শেষ বলে।

সল্টের উইকেট হারানো ইংল্যান্ড অবশ্য স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৮০ রান।   

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পাওয়ারপ্লের শেষ ওভারে হারাতে পারতো ২ উইকেট। তবে নাসুম আহমেদ ওই ওভারের প্রথম বলে নিজেই ছাড়েন ফিলিপ সল্টের ক্যাচ। এরপর ওই ওভারের চতুর্থ বলে জস বাটলারের ক্যাচ ছাড়েন সাকিব আল হাসান।

ইংলিশ অধিনায়ক বড় শট খেলতে গেলে বল তার ব্যাটের কোণায় লেগে অনেক উঁচুতে ওঠে। ক্যাচটি সহজভাবে নেওয়ার সুযোগ থাকলেও, তা সাকিবের হাত ফসকে মাটিতে পড়ে যায়।

পাওয়ারপ্লেতে ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ৫১ রান। পরের ৪ ওভারে ইংল্যান্ডের স্কোরবোর্ডে আরও ২৯ রান যোগ করেন বাটলার-সল্ট জুটি। নাসুমের ব্যক্তিগত শেষ ওভারে ঝড় তুলেছিলেন এই জুটি। তবে শেষ বলে সল্টকে ফিরিয়ে দেন নাসুম। ৩৫ বলে ৩৮ রান আসে এই ইংলিশ ওপেনারের ব্যাট থেকে।

news24bd.tv/SHS