বিশ্ব শিশু পুরস্কার পেতে পারেন বাংলাদেশের রেজোয়ান

সংগৃহীত ছবি

বিশ্ব শিশু পুরস্কার পেতে পারেন বাংলাদেশের রেজোয়ান

অনলাইন ডেস্ক

শিশুদের নোবেল পুরষ্কার খ্যাত বিশ্ব শিশু পুরস্কার (ডাব্লিউসিপি) পেতে পারেন বাংলাদেশের মোহাম্মাদ রেজোয়ান। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় কাজ করার জন্য এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে। এবার পুরষ্কার পাওয়ার দৌড়ে রেজোয়ানসহ তিন জন রয়েছেন। বাকী দু’জন হলেন কানাডার সিন্ডি ব্ল্যাকস্টক ও ভিয়েতনামের থিচ নু মিন বিশ্বব্যাপী লাখো শিশুদের ভোটে বিজয়ী নির্বাচিত করা হবে।

 

মোহাম্মাদ রেজোয়ান ২৫ বছর ধরে শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বন্যা ও দারিদ্র কবলিত অঞ্চলে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিতে ভূমিকা পালন করে চলেছেন তিনি। নাটোরের গুরুদাসপুর উপজেলার সন্তান রেজোয়ানের উদ্ভাবিত নৌকা-স্কুল বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের বন্যাদুর্গত শিশুদের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার সিধুলাই স্বনির্ভর সংস্থা ২৬টি ‌ভাসমান স্কুল পরিচালনা করে।

একইসঙ্গে রয়েছে ভাসমান গ্রন্থাগার, স্বাস্থ্যসেবাকেন্দ্র ও ভাসমান মাঠ।  

বিশ্ব শিশু পুরস্কারের পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছেন মালালা ইউসুফজাই, প্রয়াত নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, রানী সিলভিয়াসহ অনেক সাবেক সরকার প্রধান ও রাজনীতিবিদেরা।  

news24bd/ARH