চট্টগ্রামে ঝড় তুলেছেন শান্ত, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ঝড় তুলেছেন শান্ত, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে রনি তালুকদারের দারুণ ব্যাটিংয়ের পর চট্টগ্রামে ঝড় তুলেছেন নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৮ রান জমা করে ফেলেছে টাইগাররা। জয়ের জন্য স্বাগতিকদের শেষ ৬০ বলে দরকার আর মাত্র ৫৯ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান তাড়ায় নেমে বাংলাদেশ আজ পাওয়ারপ্লেতেই তুলে ফেলে ৫৪ রান। যদিও এ সময় ২ ওপেনারকে হারায় টাইগাররা। চতুর্থ ওভারে রনি তালুকদারের উইকেট তুলে নেন আদিল রশিদ। ১৪ বলে ২১ রান করেন তিনি।

পরের ওভারে ফিরে যান লিটন দাসও। ১২ রান করে জফরা আর্চারের বলে ক্রিস ওকসকে ক্যাচ দেন তিনি।

দুই ওভারে ২ উইকেট হারালেও, ঘাবড়ে যায়নি বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণে ইংলিশ বোলারদের রেখেছেন চাপে। এর মধ্যে সপ্তম ওভারে মার্ক উডকে পরপর চার বলে চারটি চার হাঁকান শান্ত। এখন পর্যন্ত তিনি অপরাজিত ২৩ বলে খেলে অপরাজিত আছেন ৪৭ রান করে। উইকেটে থাকা আরেক ব্যাটার অভিষিক্ত তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১৭ রান।

news24bd.tv/SHS