খুলনায় হিসাবরক্ষণ অফিসের অডিটর কারাগারে

প্রতীকী ছবি

খুলনায় হিসাবরক্ষণ অফিসের অডিটর কারাগারে

অনলাইন ডেস্ক

ঘুষ গ্রহণের অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) খুলনা জেলা বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক খন্দকার কামরুজ্জামান আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা নং ২/২১।

 

মামলায় দুদকের পিপি অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২১ সালে ১৮ মার্চ ডুমুরিয়ার ঘুষের ১৫ হাজার টাকাসহ অডিটর আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। ডুমরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের অবসরে যাওয়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রনজিত কুমার নন্দীর কাছে জিপিএফ এর ফান্ডের টাকা হিসাবের মাধ্যমে টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন আলমগীর হোসেন।

অভিযোগ পাওয়ার পর দুদকের একটি আভিযানিক দল অডিটর আলমগীর হোসেনের কার্যালয়ে ঢুকে লেনদেনকৃত ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করেন।

পরে তিনি উচ্চ আদালত থেকে মামলায় অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত জামিন গ্রহণ করেন।  
news24bd.tv/desk

এই রকম আরও টপিক