‘আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন’

সংগৃহীত ছবি

‘আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন’

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে চায়। বৃহস্পতিবার (৯) সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে ফ্রান্স, ইতালি, জার্মান, স্পেন, ডেনমার্ক ও  নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের এই ইচ্ছের কথা জানান। পরে বিষয়টি সংবাদিকদের অবিহিত করেন আইনমন্ত্রী।  

এ সময় আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীও চান নির্বাচনে পর্যবেক্ষক আসুক।

তবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন বিএনপিসহ সব দলের অংশগ্রহণে হোক- সরকার এটা চায়। কিন্তু সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না। এ ব্যাপারে বিদেশিদেরও কোনো চাপ নেই।

একই অনুষ্ঠানে আগের শার্তেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে বলে ইঙ্গিত দেন আইনমন্ত্রী। তবে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার তথ্য সঠিক নয় বলে জানান তিনি।  

news24bd.tv/আইএএম