গুলিস্তানে বিস্ফোরণ: মারা গেলেন আরও একজন

সংগৃহীত ছবি

গুলিস্তানে বিস্ফোরণ: মারা গেলেন আরও একজন

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইয়াসিন আরাফাত (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।  

বিস্ফোরণে ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯ জন। আর ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ১৫ জন।

এর আগে বিস্ফোরণের তৃতীয় দিনে এসে দুপুরে ঘটনাস্থল থেকে হাসান স্বপন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার কর্মীরা দাবি করেন, ভেতরে আর কারও মরদেহ নেই। তবে অভিযান চলমান থাকবে।  

নিহতদের মধ্যে ১৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নকশা খুঁজে পাওয়া যায়নি বলে নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা সেটা জানাতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউক।

রাজউকের যুগ্ম সচিব তন্ময় দাস গণমাধ্যমকে বলেন, ভবনের নকশা এখনও খুঁজে পাওয়া যায়নি। তাই ভবন নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না সেটি এখুনি বলা যাচ্ছে না। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  

রাজউক জানিয়েছে, ভবনটি ভেঙে ফেলা হবে কি না সে ব্যাপারের আগামীকাল শুক্রবার (১০ মার্চ) জানানো হবে।  

news24bd.tv/আইএএম