মিন্টুর ছেলে তাফসিরকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা 

মিন্টুর ছেলে তাফসিরকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা 

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এর আগে গত সোমবার (৬ মার্চ) তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যেতে বাধা দেওয়ার কার্যক্রম কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

ওইদিন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

তাফসির জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যেও। গত ১ মার্চ সকালে তাকে যুক্তরাজ্যে যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এরপর তিনি রিট আবেদন করেন।

আবেদনে বিদেশ যাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন অবৈধ হবে না, বিদেশ যাত্রায় ২০২০ সালে দুদকের দেওয়া বাধা দেওয়ার স্মারক কেন প্রত্যাহার করা হবে না এবং বিদেশ যাত্রায় ও দেশে ফিরতে কোনো প্রকার বাধা বা হয়রানি না করার নির্দেশনা কেন দেওয়া হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

news24bd.tv/তৌহিদ