বাংলাদেশের সিরিজ জেতা উচিত : শান্ত

সংগৃহীত ছবি

বাংলাদেশের সিরিজ জেতা উচিত : শান্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টি২০ ফরম্যাটে প্রথমবারের মতো হারিয়েছে ইংল্যান্ডকে। এ জয়ে ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনে নেমে খেলেছেন ৩০ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস।

যেই ইনিংসের ওপর ভর করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

চট্টগ্রামে পাওয়া জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার পর সেই শান্ত বলছেন, এখন বাংলাদেশের সিরিজ জেতা উচিত। ম্যাচের পর ম্যাচসেরা শান্ত সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘এখন যে অবস্থায় আছি, এখান থেকে সিরিজ জেতা উচিত। প্রথম  ম্যাচ জিততে পেরেছি, এটা অবশ্যই দলকে অনেক আত্মবিশ্বাস দেবে।

তবে আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব, নতুন করে শুরু করতে হবে। এই ম্যাচটা জেতার পর আমাদের দলের প্রেরণা বা চিন্তা-ভাবনায় অনেক পরিবর্তন আসবে। ’

বাংলাদেশ দুই ওভার হাতে রেখে জয় পেলেও ম্যাচের শুরুটা ছিল ইংল্যান্ডের পক্ষেই। ব্যাটিং ইনিংসে প্রথম ১৫ ওভার দাপট দেখায় ইংলিশরা। স্রেফ ২ উইকেট হারিয়ে ১২৬ রান করে ফেলে তারা। এরপরই শুরু বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। টাইগার পেসাররা শেষ ৫ ওভারে দেয় মোটে ৩০ রান। শান্ত জানালেন, এই বোলিংই তাদের ভেতরে বিশ্বাসের জন্ম দিয়েছে।

তিনি বলেন, ‘শেষের ১০ ওভার আমরা বোলিংয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তখনই আমাদের ওই আত্মবিশ্বাসটা এসেছে যে এই রান তাড়া করা সম্ভব। পরে ব্যাটিংয়ে যেভাবে শুরুটা পেয়েছি, তখন থেকেই আমর আত্মবিশ্বাসটা পেয়েছি যে আমরা যদি এক-দুইটা জুটি গড়তে পারি। তাহলে খেলাটা আমরা জিততে পারব। ’

বিশ্ব চ্যাম্পিয়নদের হেসেখেলে হারালেও এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থা আসলে খুব একটা ভালো নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর ভবিষ্যতে ভালো কিছু আভাস পাচ্ছেন শান্ত। এই সংস্করণেও স্থিতিশীল দল হবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস তার, ‘ওরা (ইংল্যান্ড) যেমন দল, বিশ্বের সেরা দলগুলোর একটি। আর ওরা এখন যেমন ক্রিকেট খেলছে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এই দলের বিপক্ষে আমরা যখন ম্যাচ জিততেছি, অবশ্যই এটা আমাদের দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। ’

news24bd.tv/SHS