হাসপাতালে তামিম

হাসপাতালে তামিম

হাসপাতালে তামিম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এশিয়া কাপ খেলতে চোট নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করেছিলেন তামিম ইকবাল। শঙ্কা ছিল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়েও। পূর্বের ব্যথার স্থানে আঘাত পেয়ে মাঠ থেকে সরাসরি হাসপাতালে তামিম।

ম্যাচের প্রথম ওভারের যখন সাকিব আল হাসান আর লিটন দাসের জোড়া উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা, তখন ভরসার নাম তো তামিমই।

সে তামিমও পরের ওভারে সুরাঙ্গা লাকমলের বলে হাতে চোট পেয়ে ছাড়তে হয়েছে মাঠ। বলা হচ্ছে, হাসপাতাল থেকে সবুজ সংকেত পেলে আবারও ব্যাট হাতে ম্যাচে ফিরিবেন তামিম। ১৪তম এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক) মেহদি মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দল: উপল থারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, এঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, ধানুস শানকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, আপনসো ও দিলরুওয়ান পেরেরা।

 


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর