ছাত্র-যুব মতুয়া মহাসংঘের ঢাকা মহানগর কমিটির অভিষেক 

ছাত্র-যুব মতুয়া মহাসংঘের ঢাকা মহানগর কমিটির অভিষেক 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান শ্রী শ্রী গুরুচাঁদ জয়ন্তী উৎসবের মধ্যে দিয়ে উদযাপন করেছে। রাজধানীর পল্টনের ইআরএফ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৪টায় অনুষ্ঠানের  উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুর নাহার। মান্যবর অতিথি হিসাবে যোগদান করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সাহা মনি, ঢাকা সিটি কাউন্সিলর লায়ন শ্রী চিত্তরঞ্জন দাস ও শ্রী অমিয় প্রাপন চক্রবর্তী।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর, সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের ঢাকা মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট সুমন মজুমদার ও অনুষ্ঠান পরিচালা করেন সাধারণ সম্পাদক শ্রী ভাস্কর মণ্ডল, সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শ্রী আকাশ মৃধা।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন শ্রী শ্রী গোপাল চাঁদ যুব সংঘের সভাপতি শ্রী সুকল্যাণ হালদার, সাধারণ সম্পাদক শ্রী লিটন মল্লিক ও ছাত্র-যুব মতুয়া মহাসংঘ বরিশাল বিভাগীয় সভাপতি শ্রী প্রদীপ মল্লিক।  

অনুষ্ঠানে শ্রীধাম ওড়াকান্দির শ্রী সুব্রত ঠাকুরসহ সকল অতিথিদের শ্রী শ্রী গুরুচাঁদ জয়ন্তী উপলক্ষে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ মতুয়া মহাসংঘ মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দীর পক্ষ থেকে আশির্বাদ স্মারক প্রদান করা হয় ঢাকা মহানগর ছাত্র-যুব মতুয়া মহাসংঘের সকল সদস্যদের।

বর্নাঢ্য এ আয়োজনে মতুয়া তরুণদের মধ্যে আনন্দের জোয়ার এসেছে।
news24bd.tv/আইএএম