হৃদরোগে আক্রান্ত ফুয়াদ, হলো সার্জারি

সংগৃহীত ছবি

হৃদরোগে আক্রান্ত ফুয়াদ, হলো সার্জারি

অনলাইন ডেস্ক

দেশের সংগীত জগতে জনপ্রিয় নাম ফুয়াদ আল মুক্তাদির। মডার্ন মিউজিকের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রথম সারির একজন তিনি। তবে এই শিল্পী গুরুতর হৃদরোগে আক্রান্ত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ মার্চ) তার ওপেন হার্ট সার্জারি হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ফুয়াদের ভাই নিকি কামরান মুক্তাদির। বাংলাদেশ সময় শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তিনি সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘ঘণ্টা খানেক আগে ফুয়াদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার দুটো বাইপাস সার্জারি এবং এওর্টিক ভালভ রিপেয়ার করা হয়েছে। এখনও সে অপারেশন কক্ষে আছে।

কিছুক্ষণের মধ্যে তাকে পিএসিইউ-তে (পোস্ট অ্যানস্থেশিয়া কেয়ার ইউনিট) স্থানান্তর করা হবে। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। ’

ফুয়াদ আল মুক্তাদিরের শরীরে অস্ত্রোপচারের খবরটি এর আগে সামনে এনেছেন ব্যান্ড ‘চিরকুট’র প্রধান শারমিন সুলতানা সুমী। শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৫ মিনিটে তিনি ফেসবুকে বলেছেন, ‘আজকে আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের ৮ ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটা হাসপাতালে। আমাদের ফুয়াদ ভাই একজন যোদ্ধা। এর আগে ফুয়াদ ভাইয়ের থাইরয়েড ক্যানসার সার্জারি হয়েছিল। তিনি সেটা রিকভারিও করেছেন সাহসের সঙ্গে। ’

সবার কাছে দোয়া চেয়ে সুমী লিখেছেন, ‘ফুয়াদ ভাইয়ের পরিবার আমার নিজের পরিবারের মতো। আজকের দিনটা এই অমায়িক, ভীষণ আন্তরিক পরিবারটার জন্য কঠিন একটি দিন। আল্লাহ সহায় হোন। ফুয়াদ ভাইয়ের সফল অপারেশন এবং সার্বিক সুস্থতার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করছি। ’

প্রসঙ্গত, ২০১৮ সালে ফুয়াদ এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তিনি ‘প্যাপিলারি কার্সিনোমা’ নামের এক ধরণের থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটা থেকে সুস্থতায় ফিরে আসেন শিল্পী।

উল্লেখ্য, ফুয়াদ আল মুক্তাদির ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মাঝে বাংলাদেশে এসে লম্বা সময় গান করেছেন। তবে অনেক বছর ধরে আবারও মার্কিন মুলুকে স্থায়ীভাবে রয়েছেন তিনি। মাঝেমধ্যে দেশে আসেন, গান করেন, ফের চলে যান। গত বছরের ডিসেম্বরেই তিনি ঢাকায় একটি লাইভ অনুষ্ঠান করে গেছেন।

news24bd.tv/AA