সৌদির একটি ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

সৌদির একটি ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

সৌদি আরবের ফাস্ট ডিভিশন এবং দেশটির দ্বিতীয় সারির দলকেও হারাতে পারেনি বাংলাদেশ। ক্লোজ ডোরে হওয়া ম্যাচে ওহুদ ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে গোলটি করেছেন মিডফিল্ডার সোহেল রানা। দ্বিতীয় সারির দলের সঙ্গে হতাশাজনক পারফরম্যান্স করেছে জামাল ভুঁইয়ারা।

তিন জাতি ফুটবল টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এখন সৌদি আরবে অবস্থান করছে। দেশটির মদিনা শহরে আবসিক ক্যাম্প করছে জামাল ভুঁইয়ারা। সেখানে শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার দল।

আগামী ১৫ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফ্রিকান দেশ মালাবি।

ফিফা র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ১২৪তম স্থানে। মালাবির বিপক্ষে ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে হলেও সেটা ফিফা টায়ার-১ বিবেচিত হবে বলে জানিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আগামী ২২ থেকে ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে হবে তিন জাতির টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ব্রুনেই ও সিশেলস। এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই সৌদি আরব গেছে বাংলাদেশ দল।

news24bd.tv/আইএএম