‘আন্দোলন রুখতে পঞ্চগড়ের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার’ 

সংগৃহীত ছবি

‘আন্দোলন রুখতে পঞ্চগড়ের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার’ 

অনলাইন ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রুখতে পঞ্চগড়ের ঘটনায় সরকার বিএনপি নেতাকর্মীদের দুষছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের গণতন্ত্রহীনতা ও জবাবদিহিতার অভাবের কারণেই পঞ্চগড়ে সহিংসতার ঘটনা ঘটেছে।  

রোববার (১২ মার্চ)  রাজধানীতে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

   

মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনার পরই বিএনপির ১৮১ জন সমর্থক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশঙ্খলা বাহিনী। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এটা করা হচ্ছে। প্রকৃত আসামিদের আড়াল করতে গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে সরকার।  

বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরনের হামলা ন্যাক্কারজনক, অমানবিক।

এ বিষয়কে কেন্দ্র করে পুলিশ দায়িত্বে অবহেলা করেছে। এ ঘটনা পূর্বপরিকল্পিত। চলমান আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতে এ ধরনের ঘটনা। পুলিশ সেখানে মারাত্মক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ’  

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ‘দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। যারা হত্যা লুটতরাজ করে তারা মন্ত্রীদের ছত্রছায়ায় থাকে। আইনশৃঙ্খলাবাহিনী তিন ঘণ্টা ধরে নীরব ভূমিকা পালন করেছে। এ থেকেই বোঝা যায় এটি পূর্বপরিকল্পিত। দেশে এখন মাস্তানতন্ত্র চলছে বলেই দুর্বলের ওপর সবলের অত্যাচার। প্রশাসনের কর্তাব্যক্তিরা তদন্ত কমিটিকে সময় দেওয়ার পরও তারা সাক্ষাৎ দেয়নি। ’

তিনি বলেন, ‘যারা পঞ্চগড়ে অপরাধ ঘটিয়েছে তাদের গ্রেপ্তার না করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলাবাহিনী। মামলার কারণে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে, সেখানে পঞ্চগড়ের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর দোষারোপ জাতির সঙ্গে তামাশার সামিল। ’

এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন...আবারও উত্তপ্ত পঞ্চগড়: রাতে ফেসবুকে গুজব ছড়িয়ে হামলা-সংঘর্ষ-আগুন

news24bd.tv/আইএএম