খালেদা জিয়ার রাজনীতির বিষয়ে প্রশ্ন অবান্তর: আইনমন্ত্রী

ফাইল ছবি

খালেদা জিয়ার রাজনীতির বিষয়ে প্রশ্ন অবান্তর: আইনমন্ত্রী

শাহনাজ ইয়াসমিন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে শর্তযুক্ত জামিনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে ২০২০ সালের ২৪ মার্চ। তাই সে অনুযায়ী সে রাজনীতি করতে পারবে কি পারবেনা সে প্রশ্ন উঠা অবান্তর।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দুই শর্তে তার জামিন মুক্তি বৃদ্ধি করা হয়েছে যে তিনি ঢাকাস্থ নিজের বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।

এই দুই শর্তে তার দণ্ডাদেশ স্থগিত করে আরও ৬ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, সংবিধানের বাইরে আমরা যাবো না। আগের যে দুটো শর্ত ছিলো সেই শর্ত অনুযায়ী ছয় মাসের জন্য খালেদা জিয়াকেও আবারও আইন মন্ত্রণালয় থেকে মতামত দেয়া হয়েছে। আগের ছয়বার যেভাবে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল এবারও তা হবে বলে আশা করছি।

  

news24bd.tv/রিমু