মহাবিপদে ইংল্যান্ড, ৩ ওভারে নেই ৩ উইকেট

সংগৃহীত ছবি

মহাবিপদে ইংল্যান্ড, ৩ ওভারে নেই ৩ উইকেট

অনলাইন ডেস্ক

পাওয়ারপ্লেতে বাংলাদেশের সাফল্য একটি। দাবিদ মালানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ছয় ওভারে আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। স্কোরবোর্ডে জমা পড়ে ৫০ রান।

তবে পাওয়ারপ্লে শেষ হতেই খেই হারিয়েছে ইংল্যান্ড। পরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৩ রান।

সপ্তম ওভারে বল হাতে তুলে নিয়েই বিপদজনক হয়ে ওঠা ফিলিপ সল্টকে ফেরান সাকিব আল হাসান।

তার স্পিনের অতিরিক্ত বাউন্সে বোকা বোনে যান সল্ট। সোজা ব্যাটে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন তিনি। ১৯ বলে ২৫ রান করেন এই ইংলিশ ওপেনার।

এরপর উইকেটে আসা জস বাটলারও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। দুর্দান্ত এক ইয়র্কারে তাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান হাসান মাহমুদ। ৪ রান আসে ইংলিশ ওপেনারের ব্যাট থেকে।  পরের ওভারের শেষ বলে মেহেদী হাসান মিরাজকে বড় শট খেলতে গিয়ে ডিপ-মিড উইকেটে শামীম হোসেনের হাতে ধরা পড়েন মঈন আলী। ১৫ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার।

news24bd.tv/SHS