'বন্দুকের নলের মুখে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে'

'বন্দুকের নলের মুখে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বন্দুকের নল ধরে প্রধান বিচারপতি এসকে সিনহাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।  

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

রিজভী আহমেদ বলেন, প্রধান বিচারপতি নিজেই নিজের ছুটি নিতে পারেন।

ছুটি নিলেতো আগেই নিতে পারতেন। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে তিনি যখন কানাডা, জাপান গেলেন তখনই নিতে পারতেন।  

এটাও কি জনগণের জানতে বাকি আছে যে, উনি (এসকে সিনহা) ছুটি নিয়েছেন নাকি তার স্বাক্ষর জালিয়াতি করে, জোর করে, হুমকি দিয়ে বন্দুকের নল ধরে ছুটির ব্যবস্থা করা হয়েছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সম্পর্কিত খবর