ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন
ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইশতেহার অবিলম্বে ঘোষণা না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

রোববার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনের এ দাবি জানান সংগঠনটির নেতারা। এসময় তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম হলো ছাত্র সংসদ। কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এখন আর হচ্ছে না।

২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল। এরপর প্রশাসন আর কোনো উদ্যোগ নেয়নি। ডাকসু নির্বাচনের উদ্যোগ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে একক আধিপত্য করার সুযোগ করে দিয়েছে।

এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি সাধারণ সম্পাদক আহনাফ সাইদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA